নগদ একাউন্ট দেখার নিয়ম – নগদ একাউন্ট করার নিয়ম

নগদ একাউন্ট দেখার নিয়ম নিয়ে সকলের মনে প্রশ্ন। আজ আমরা নগদ একাউন্ট সম্পর্কে  বিস্তারিত বিষয় আলোচনা করব। অবশ্যই আমাদের প্রথমে জানতে হবে নগদ কি ?  নগদ হলো একটি মোবাইল ব্যাংকিং। বাংলাদেশ ডাক বিভাগ অধীনে পরিচালিত একটি মোবাইল ব্যাংকিং। বিকাশ, রকেটের মতো এটিও একটি মোবাইল ব্যাংকিং। অনেকেই জিজ্ঞাসা করেন মোবাইল ব্যাংকিং কি? মোবাইল ব্যাংকিং হলো ব্যাংকের সকল কার্যক্রম যেমন লেনদেন, টাকা উত্তোলন, পাঠানো , ব্যালেন্স চেক ইত্যাদি সকল বিষয় নিয়ন্ত্রণ করার নামই হলো মোবাইল ব্যাংকিং। তাছাড়া অন্য ভাষায় বলা যায়, মোবাইল ব্যাংকিং বলতে বোঝায় মোবাইলের মাধ্যমে টাকা লেনদেন করার মাধ্যম। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খুব সহজেই একজন ব্যক্তি অন্য ব্যক্তির কাছে মোবাইলে টাকা পাঠানো এবং গ্রহণ করতে পারেন।

নগদ একাউন্ট দেখার নিয়ম

আজকে আমরা নগদ একাউন্ট সম্পর্কে সকল তথ্য আপনাদের প্রদান করব। কিভাবে আপনারা নগদ অ্যাকাউন্ট পরিচালনা করবেন। কিভাবে একাউন্ট খুলবেন এবং একাউন্টের মাধ্যমে ব্যালেন্স চেক করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব।

তাই আপনি যদি নগদ ব্যালেন্স চেক সম্পর্কে জানতে চান। কিভাবে আপনি নগদ একাউন্টের ব্যালেন্স চেক করবেন এই সকল বিষয় নিয়ে সকল তথ্য আমাদের ওয়েবসাইট থেকেই পাবেন। তাই নগদ একাউন্ট সম্পর্কে সকল তথ্য পেতে এই নিবন্ধটির মনোযোগ সহকারে পড়ুন।

একাউন্ট দেখুন

নগদ একাউন্ট করার নিয়ম

প্রথমেই বলে নেই নগদ একাউন্ট দেখার জন্য আপনাকে ডায়াল করতে হবে  *167# এই নম্বরটি দিয়ে আপনি নগদ একাউন্ট চেক করা ছাড়াও নতুন একাউন্ট খুলতে পারবেন। চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনি আপনার নগদ একাউন্ট খুলবেন। নতুন একাউন্ট খোলার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি চাইলে ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমেই নতুন একাউন্ট খুলতে পারবেন। অথবা চাইলে নিকটস্থ কোনো এজেন্ট দোকানে গিয়ে আপনার নতুন অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। 

 ঘরে বসে নগদ নতুন অ্যাকাউন্ট করার নিয়ম

  • প্রথমে আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *167# ডায়াল করতে হবে।
  • এবার আপনাকে 4 ডিজিটের পিন সেট করতে বলবে
  • উক্ত স্থানে 4 ডিজিটের একটি পিন সেট করুন এবং সেন্ড বাটনে ক্লিক করুন। দ্বিতীয়বার কনফার্মেশন হিসেবে আপনাকে আবার পিন সেট করতে বলবে সেখানে আবার একই পিন সেট করুন।
  • এবার আপনার সামনে দুটি অপশন আসবে এবং বলবে আপনি কি অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট নিতে চান কিনা?
  • যদি চান তাহলে ১ । এবং যদি না যান তাহলে ২ নম্বর সিলেক্ট করুন।
  • এবার সেন্ড বাটনে ক্লিক করুন । সেন্ড বাটনে ক্লিক করার পরে আপনাকে কনফার্মেশন এসএমএস এর জন্য অপেক্ষা করতে বলবে।
  • কনফার্মেশন এসএমএস বুঝবেন আপনার একাউন্টি সম্পন্ন হয়েছে।

এখন আপনি  *167# ডায়াল করে সকল লেনদেন করতে পারবেন

অ্যাপস দিয়ে নগদ একাউন্ট খোলার পদ্ধতি

আপনার যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি নগদ একাউন্ট অ্যাপসের মাধ্যমে খুলে নিতে পারবেন। অ্যাপসের মাধ্যমে খুলতে আপনার খুবই অল্প সময়ের প্রয়োজন হবে। কিন্তু কিভাবে আপনি অ্যাকাউন্টটি করবেন সেই নিয়ম টি দেখে নিন।

  • প্রথমে আপনাকে মোবাইলে ডাটা অন করতে হবে এবং প্লে স্টোরে গিয়ে লিখুন নগদ অ্যাপ
  • এবার আপনার সামনে অ্যাপটি চলে আসবে । অ্যাপটির উপরে ক্লিক করুন এবং ইন্সটল করে নিন।
  • ইনস্টল হওয়ার পর অ্যাপ টি ওপেন করুন। ওপেন করলে একটি অপশন আসবে আপনার মোবাইল নম্বর লিখুন।
  • উক্ত স্থানে আপনার মোবাইল নাম্বারটি লিখুন
  • এবার পিন দেওয়ার অপশন আসবে। পিন অপশনে ৪ ডিজিটাল একটি পিন সংখ্যা লিখুন
  • এবার আপনার কাছে একটি OTP কোড আসবে। উক্ত কোডটি নির্দিষ্ট স্থানে বসান।
  • আপনার এনআইডি কার্ডের প্রথমে সামনের এবং পরবর্তী পাতার ছবি তুলুন।
  • এবার আপনার ছবি তুলুন।
  • আপনার অ্যাকাউন্ট সম্পন্ন হল। এবার আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি সকল লেনদেন পরিচালনা করতে পারবেন।

নগদ একাউন্টে লেনদেন করার নিয়ম

যদি আপনি স্মার্ট ফোন দিয়ে অ্যাপ ব্যবহার করেন তাহলে খুব সহজেই আপনি সকল অপশনগুলো আপনার সামনে দেখতে পাবেন। এতে আপনার কোন কষ্ট হবে না। কিন্তু অনেকেই স্মার্ট ফোন ব্যবহার করে না তাদের কোড ব্যবহার করেই সকল লেনদেন পরিচালনা করতে হয়।

নগদ একাউন্ট দেখার নিয়ম

  • তাদেরই লেনদেন পরিচালনা করার জন্য প্রথমে ডায়াল করতে হবে *167#

আপনার সামনে যে সকল অপশন গুলো আসবে

  1. Cash Out -এই অপশনটির মাধ্যমে আপনি টাকা উত্তোলন করতে পারবেন ।
  2. Send Money -আপনার অ্যাকাউন্ট থেকে কাউকে টাকা পাঠানোর জন্য এই অপশনটি ব্যবহার করতে হবে।
  3. Mobile Recharge -বাংলাদেশের যে কোন মোবাইল অপারেটরের মোবাইল ব্যালেন্স রিচার্জ করতে পারবেন।
  4. Payment- অনলাইনের মাধ্যমে বিভিন্ন কেনাকাটা বিল পেমেন্ট করতে পারবেন।
  5. Bill Pay-বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, ব্যাংক , ইন্টারনেট বিল পরিশোধ করতে পারবেন
  6. EMI Payment- বিভিন্ন ভলান্টিয়ার সংগঠন অনুদান করতে পারবেন
  7. My Nagad- আপনার একাউন্টের ব্যালেন্স দেখার জন্য এই অপশনটি ব্যবহার করুন।
  8. Pin Reset- আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা জন্য নতুন পিন সেট করার প্রয়োজন হলে এই অপশনটি ব্যবহার করতে হবে।