পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান- পদ্মা সেতু টোল ভাড়া কত ? – পদ্মা সেতু টোল রেট

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান : ছাড়াও আরও অনেক তথ্য আজকের এই নিবন্ধনের মাধ্যমে জানতে পারবেন। আমরা সকলেই জানি যে, আগামী ২৫ জুন ২০২২ তারিখে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। পদ্মা সেতু উদ্বোধনের জন্য অনেক বড় একটি অনুষ্ঠান পরিচালনা হতে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় একটি পাওয়া হলো পদ্মা সেতু। এই সেতুর মাধ্যমে বাংলাদেশের কেন্দ্র অঞ্চল ঢাকা সঙ্গে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শহরগুলো এবং জেলাগুলো রাজধানীর কাছাকাছি চলে আসবে। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের বাংলাদেশের কেন্দ্র অঞ্চল যোগাযোগ আরো দৃঢ় হবে। খুব সহজে এবং অল্প সময়ে এখন এই অঞ্চলের মানুষ রাজধানী ঢাকাতে যাতায়াত করতে পারবে এবং তার সাথে তাদের সমস্ত মালামাল আনা নেওয়া অনেক সুবিধা হবে।

পদ্মা সেতু টোল ভাড়া কত ? জেনে নেই

আমরা অনেকেই জানিনা পদ্মা সেতুর টোল কত নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার সেতু কর্তৃপক্ষ কর্তৃক উপস্থাপিত পদ্মা সেতুর টোল ভাড়া নির্ধারণ করেছেন। সেতু কর্তৃপক্ষ কর্তৃক উপস্থাপিত বিলটি পাস হয়ে গেছে। বর্তমানে সেই অনুযায়ী পদ্মা সেতুর টোল উত্তোলন করা হবে। বিভিন্ন যানবাহনের জন্য ভিন্ন টোল নির্ধারণ করা হয়েছে । আমরা টুল সম্পর্কিত সকল বিবরণ নিচে প্রদান করেছি আপনারা এক নজরে টোল লিস্ট দেখে নিন।

টোল ভাড়া

পদ্মা সেতু টোল রেট  লিস্ট দেখুন

ক্রমিক নং

যানবাহনের শ্রেণি

টোল হার (টাকা)

1

মোটরসাইকেল

100

2

কার, জীপ

750

3

পিক আপ

1200

4

মাইক্রোবাস

1300

5

ছোট বাস (31 আসন বা এর কম)

1400

6

মাঝারি বাস (32 আসন বা এর বেশি)

2000

7

বড় বাস (3 এক্সেল)

2400

8

ছোট ট্রাক (পাঁচ টন পর্যন্ত)

1600

9

মাঝারি ট্রাক(৫ জনের অধিক হতে 11 টান)

2800

10

মাঝারি ট্রাক (8 টন অধিক হতে 11 টন)

2800

11

ট্রাক (3 এক্সেল পর্যন্ত)

5500

12

ট্রেইলার (4 এক্সেল পর্যন্ত)

6000

13

ট্রেইলার (4 এক্সেল এর অধিক)

6000 + প্রতি এক্সেল 1500

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান 2022

প্রশ্ন :  পদ্মা সেতু উদ্বোধনের তারিখ কত ?

উত্তর : পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ২৫ জুন ২০২২।

১. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী ?

উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

২. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তর : ৬.১৫ কিলোমিটার।

৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?

উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।

৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?

উত্তর : নিচ তলায়।

৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?

উত্তর : ৩.১৮ কিলোমিটর।

৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?

উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।

৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?

উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।

৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?

উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।

৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?

উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।

১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?

উত্তর : প্রায় ৪ হাজার।

১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?

উত্তর : ৮১টি।

১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?

উত্তর : ৬০ ফুট।

১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?

উত্তর : ৩৮৩ ফুট।

১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?

উত্তর : ৬টি।

১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?

উত্তর : ২৬৪টি।

১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?

উওর: ২০২২ সালের ১৬ ডিসেম্বর।

১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?

উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।

১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?

উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।

১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?

উত্তর : ৪২টি।

২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?

উত্তর : চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।

২১. প্রশ্ন: পদ্মা সেতুর কার্যাদেশ প্রদানের তারিখ কত?

উত্তর : পদ্মা সেতুর কার্যাদেশ প্রদানের তারিখ ২৬ নভেম্বর ২০১৪।

২২. প্রশ্ন: পদ্মা সেতু কোন কোন জায়গাকে সংযুক্ত করছে?

উত্তর: পদ্মা সেতুর মাওয়া থেকে জাজিরা কে সংযুক্ত করেছে ?

২৩. প্রশ্ন: পদ্মা সেতু কোথায় অবস্থিত ?

উত্তর: পদ্মা সেতু মুন্সীগঞ্জে ও শরীয়তপুর অবস্থিত।

২৪. প্রশ্ন: পদ্মা সেতু কোন জেলায় অবস্থিত ?

উত্তর: পদ্মা সেতু মুন্সীগঞ্জে ও শরীয়তপুর জেলায় অবস্থিত।

25 প্রশ্ন: পদ্মা সেতুর নকশা কার?

উত্তর: পদ্মা সেতুর নকশা কার AECOMG

২৬. প্রশ্ন: পদ্মা সেতু বিশ্বের কততম সেতু ?

উত্তর: পদ্মা সেতু দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বের  112 তম সেতু । সুইডেনের অ্যালার্ট সেতু কে পেছনে ফেলে এই জায়গা দখল করে নেবে।

স্বপ্নের পদ্মা সেতু

বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু সম্পন্ন হয়েছে। 25 জুন 2022 তারিখ উদ্বোধন কার্য সম্পন্ন হলে। নদীর দু’পাশের মানুষের স্বপ্ন এক হয়ে যাবে। এর ফলে নদীর পাশের মানুষের জীবন আরো গতিশীল হয়ে উঠবে।